ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ তিনজন। 'সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি' এমন বক্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে আদালতের তলবে আজ রবিবার হাইকোর্টে হাজির হন গয়েশ্বর চন্দ্র রায়সহ ওই তিনজন। বাকি দু'জন হচ্ছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ সভাপতি অধ্যাপক ডা. এম সালাম ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।
হাইকোর্টে গয়েশ্বরসহ অপর দু'জনের পক্ষে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল গয়েশ্বরের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করে জানান, তারা এ বিষয়ে আদালতে আইনি লড়াইয়ে যেতে চান না। পরে তিনজনকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে রুলের নিষ্পত্তি করে দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ।