আট মাসে আটবার অর্থাৎ গড়ে প্রতিমাসে একবার করে বিদেশ সফর করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিদেশ সফরে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগের স্পিকাররাও অনেক বিদেশ সফর করেছেন, তবে এত অল্প সময়ে এত বেশি সফর করেননি কেউ।
২৯ জানুয়ারি দ্বিতীয় দফায় স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারি ও মার্চ মাসে তিনবার বিদেশ সফর করেছেন। আর আগামীকাল সুইডেনে যাচ্ছেন তিনি। এই নিয়ে তিন মাসে তার বিদেশ সফর হবে চারবার। প্রথমবার স্পিকার হয়ে গত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পাঁচ মাসে তিনি বিদেশ সফর করেছেন চারবার।
বিদেশ সফরের ব্যাপারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, প্রত্যেকটি বিদেশ সফরই প্রয়োজনীয় ছিল বিধায় সংসদীয় প্রতিনিধি দল নিয়ে অংশ নিতে হয়েছে। কোনো কোনো অনুষ্ঠান ছিল যেখানে বিভিন্ন দেশের স্পিকাররা অংশ নিয়েছেন। তাই তাকেও অংশ নিতে হয়েছে।