নাটোরের হরিশপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলাম বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নাটোরের হরিশপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলাম একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরে প্রবেশের মুখে একতা মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এসময় জামায়াত কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ আত্মরক্ষার্থে কয়েকরাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
সংঘর্ষে গুলিবিদ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।