কুমিল্লার মুরাদনগরে দুই শিশুকে হত্যা করেছে এক পাষণ্ড মহিলা।
আজ জেলার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম আরাফাত হোসেন (৭) ও জসিম (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ইয়াছমিনের (২০) সাথে আমপাড়া নিয়ে দুই শিশুর পরিবারের ঝগড়া হয়। এরই জের ধরে ইয়াছমিন তার ভাসুর বিল্লাল হোসেনের ছেলে আরাফাত হোসেন এবং চাচা শ্বশুর শাহআলমের ছেলে জসিম উদ্দিনকে হত্যা করে। ইয়াছমিন গ্রামের পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে আরাফাতকে ধান কাটার কাঁচি দিয়ে জবাই করে করে। আরাফাত ইয়াছমিনের বোনের ছেলে। এছাড়া জসিমকে খালের পানিতে ডুবিয়ে মারে। গ্রামবাসী মহিলাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজিমউদ্দিন জানান, লাজৈর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ইয়াছমিনের সাথে তার ভাসুর বিল্লাল হোসেন এবং চাচা শ্বশুর শাহআলমের পরিবারের পারিবারিক বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ইয়াছমিন আরাফাত ও জসিম উদ্দিনকে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছমিন হত্যার কথা স্বীকার করেছে।