তিস্তা অভিমুখে আজ মঙ্গলবার সকালে বিএনপির লংমার্চ শুরু হয়েছে। পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে এই লংমার্চ শুরু করেছে দলটি।
আজ সকাল ৮টা ৫৫ মিনিটে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরা মোড়ের আমির কমপ্লেক্সের সামনে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় লংমার্চের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, এই লংমার্চ সরকারের বিরুদ্ধে নয়। এর উদ্দেশ্য মানুষকে সচেতন করা, যেন তারা ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যার দাবিতে আরও জোরালো অবস্থান নিতে পারে।
এসময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন: দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
সকাল ৮টায় বিমানবন্দরের গোল চত্বর এলাকা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কর্মদিবস হওয়ায় জমায়েত হওয়ার স্থান পরিবর্তন করা হয়েছে। বিমানবন্দর গোল চত্বর ব্যস্ততম এলাকা হওয়ায় জনদুর্ভোগ এড়াতে জমায়েতস্থল উত্তরা মোড় নির্ধারণ করা হয়েছে।