পাইরেসি বন্ধে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, 'আমরা বই ও সিনেমার ক্ষেত্রে কপিরাইট আইন করতে পেরেছি, কিন্তু পাইরেসি বন্ধ করতে পারছি না। পাইরেসি এখন আর দেশীয় পর্যায়ে নেই, বিদেশেও ছড়িয়ে গেছে।'
আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'বিশ্ব মেধাসম্পদ দিবস ২০১৪' উপলক্ষে পেইন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ব্যর্থতার কথা জানান।
সংস্কৃতিমন্ত্রী বলেন, 'পাইরেসি বন্ধ করার জন্য আমাদের জনবলের সংকট রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সবার কাছ থেকে সহযোগিতা পায় না।'
তিনি বলেন, 'পৃথিবীর কোনও সৃজনশীল কর্মকাণ্ডই মেধাস্বত্বের বাইরে নয়। বিশ্বের উন্নত দেশগুলো মেধাসম্পদের যথাযথ ব্যবহার করে বহু দিকে উন্নতি সাধন করেছে। আমরা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা ও বিশ্বে ছড়িয়ে মেধাসম্পদের ব্যবহার করতে পারি।'
মন্ত্রী বলেন, 'মেধাসম্পদের ব্যবহার সম্পর্কে সর্বসাধারণকে সুস্পষ্টভাবে জানাতে হবে। মেধাসম্পদের যে আইন আছে এর প্রয়োগ করতে হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীতে জনবল নিয়োগ করতে হবে।'
শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, এফসিএস মহাসচিব মো. আজিজুর রহমান প্রমুখ।