হাইকোর্ট ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে পৃথক আটটি মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন। এছাড়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলও পৃথক নয়টি মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন।
পৃথক আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ প্রতি মামলায় তাদের ছয় মাস করে জামিন মঞ্জুর করেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মাসুদ রানা।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।
মাসুদ রানা সাংবাদিকদের জানান, আট মামলায় জামিন পাওয়ার পর হাবিবুর রশিদ হাবিবের মুক্তিতে আর কোনো বাধা নেই। তবে, সোহেলের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় আপাতত তার জামিনে মুক্তি মিলছে না।