শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কোটি জাল ভারতীয় রুপি ও আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওষুধের মূল্য বাংলাদেশি টাকায় এক কোটি।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের এয়ার ফেইড ইউনিট থেকে জাল রুপি ও ওষুধ উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বলেছেন, 'জাল রুপি ও ওষুধ পাকিস্তান থেকে পাচার হয়ে বাংলাদেশে এসেছে। কারা কীভাবে এগুলো এনেছে তা তদন্ত করে দেখা হবে।'
তিনি আরও বলেন, 'রুপিগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো জাল। পাঁচটি কার্টুনে রুপি ও ওষুধ ভরা ছিল।'