আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ' আওয়ামী লীগের সংগঠনগুলোতে যিনি-ই কোনো পদে থাকেন তিনি সে পদ ছাড়তে চান না। এমনও রয়েছে, ১৯ বছরেও একটি পদে কোনো পরিবর্তন হয়নি।'
আজ রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান পরিস্থিতি নিয়ে স্বাচিপের নেতাদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সভায় স্বাধীনতা চিকিৎক পরিষদের (স্বাচিপ) সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক উপস্থিত ছিলেন।
স্বাচিপ নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমেই স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে হবে।