ভবিষ্যতে বাড়িভাড়ার টাকা ব্যাংকে জমা দিতে হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি আজ বুধবার এ কথা বলেন।
গোলাম হোসেন বলেন, বাড়িভাড়ার টাকা ব্যাংকে জমা দেয়ার মাধ্যমে আদায় করতে হবে। আর সেখান থেকেই রাজস্ব কেটে নেবে জাতীয় রাজস্ব বোর্ড।