লালমনিরহাটের তিন উপজেলায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে আদিতমারী, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহষ্পতিবার সকালে সারপুকুর ইউনিয়নের টিপেরবাজার এলাকার মৃত বিশেশ্বর বর্মণের ছেলে অশ্বিনী কুমার (৫৫) নিজের ভুট্টাক্ষেতে কাজ করছিলেন। সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বজ্রপাতে পাশর মাঠে থাকা একটি গরুও মারা যায়। পরে স্থানীয়রা ভুট্টাক্ষেত তার লাশ উদ্ধার করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, হাতীবান্ধা থানার ওসি আনোয়ার হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের জাবেদ আলীর ছেলে লুৎফর রহমান (২৬) তিস্তা নদীতে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
এর আগে বেলা ১১টার দিকে গড্ডিমারি ইউনিয়নের দোয়ানিবাজার গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয়নাল আবেদিন (৩০) গ্রামের রাস্তা দিয়ে ভ্যানে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একই সময়ে নওদাবস ইউনিয়নের বিধান চন্দ্রের ছেলে বিঞ্চু কুমার দাস (৪০) বাড়ির পাশে পায়চারি করার সময় বজ্রপাতে মারা যান বলে ওসি জানান।