জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ফখরুলের জরুরি সংবাদ সম্মেলন ডাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, জরুরি এ সংবাদ সম্মেলনে দেশের হত্যা, গুম, অপহরণসহ সার্বিক পরিস্থিতি ও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।