নারায়ণগঞ্জে অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে সাভার থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চোখ ও হাত-পা বাঁধা অবস্থায় জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে সাইফুলকে উদ্ধার করে র্যাব-৪।
স্থানীয়রা জানান, সাড়ে ১১টার দিকে একটি মাইক্রোবাসে করে হাত-পা বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে স্থানীয়রা র্যাবে খবর দিলে র্যাব এসে তাকে উদ্ধার করে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনে থেকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি সাইফুল ইসলামকে তুলে নিয়ে যায়।