''ভারত নির্বাচন-২০১৪: বাংলাদেশ-ভারত সম্পর্ক'' বিষয়ক গোলটেবিল আলোচনা চলছে রাজধানীতে। শনিবার সকালে রাজধানীর হোটেল লেকশোর হোটেলে বৈঠকটি শুরু হয়েছে।
এতে অংশ নিয়েছেন কুটনীতিক, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সামিয়া জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন, জগলুল আহমেদ চৌধুরী, সলিমুল্লাহ খান, অধ্যাপক আনোয়ার হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও পিস অ্যান্ড কনফ্লিক্ট ইন্সটিটিউট অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা দীপঙ্কর ব্যানার্জী, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি প্রমুখ।