নারী শিক্ষা বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠা ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর বিবি রাসেল এবং কবি তাইবুন নাহার রশীদকে (মরণোত্তর) বেগম রোকেয়া পদক দেবে সরকার।
মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে রোকেয়া পদকের জন্য তাদের নাম ঘোষণা করে।
আগামীকাল বুধবার রোকেয়া দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের কাছে ‘বেগম রোকেয়া পদক-২০১৫’ তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে তারা প্রত্যেকে এককালীন এক লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র পাবেন।
ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন, তাঁতশিল্প ও তাঁতীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজের স্বীকৃতি হিসাবে এই পদক পাচ্ছেন। মডেলিংয়ে ইউরোপে খ্যাতি অর্জনকারী বিবি রাসেল ১৯৫০ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। পোশাক ডিজাইনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদি ও জামদানি শিল্পের উন্নয়নের লক্ষ্য নিয়ে ১৯৯০ সালে ঢাকায় ফেরেন তিনি।
অন্যদিকে, তাইবুন নাহার ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষায় কবিতা লিখে সরকারের রোষানলে পড়েন। ১৯৭১ সালে দেশে অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে তিনি ঢাকায় মেয়েদের প্রশিক্ষণ দেন। এজন্য তাকে নয় মাস আত্মগোপনেও থাকতে হয়েছিল।
১৯১৯ সালের ৫ মে ঢাকা জেলায় জন্ম নেওয়া তাইবুন নাহার ১৯৫৪ সালে খুলনা শাখার মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা সমিতির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব