আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বের সব দেশের পার্লামেন্টকে একাত্মতা ও সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ কাউন্সিল অব দ্য ফেডারেশন।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এ কথা জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলাভ।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ কাউন্সিল অব দ্য ফেডারেশনে আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবেলায় গৃহীত প্রস্তাবের বিষয়ে শিরিন শারমিন চৌধুরীকে অবহিত করেন। একইসঙ্গে ওই প্রস্তাবের একটি কপি স্পিকারের কাছে হস্তান্তর করেন তিনি।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব