আসন্ন পৌর নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিল পদের প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকগুলো খুব অপমানজনক বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, এ ধরনের প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচন কমিশন তাদের সনাতনী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
মঙ্গলবার মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, ‘নারীরা আজ শুধু চুড়ি পরে গৃহের অভ্যন্তরে বন্দী নয়। নারীরা আজ বিমান চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, রাইফেল, স্টেনগান চালাচ্ছে। নারীর প্রতীক শুধু চুড়ি, পাটাপোতা ও হাঁড়ি-পাতিল নয়। নারী এখন সবকিছুর প্রতীক। নারীর প্রতীক কেন চুড়ি না হয়ে বিমান হলো না?’
বক্তৃতাকালে প্রতিমন্ত্রী একজন নারীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, যদি নির্বাচন কমিশনার নারী হতো, তাহলে তিনি এ ধরনের স্পর্শকাতর বিষয়গুলো খেয়াল রাখতে পারতেন।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব