প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সবাইকে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। আশা করছি, আসন্ন পৌরসভা নির্বাচন আইন মোতাবেক সুষ্ঠুভাবেই সম্পন্ন করবো।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ত্যাগ করার সময় (সন্ধ্যা সাড়ে ৭টা) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বিকেলে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সিইসি প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই-এমন অভিযোগ করে দলটি।
কাজী রকিবউদ্দীন আহমদ এর পরিপ্রেক্ষিতে বলেন, নির্বাচনী পরিবেশ অনুকূলে রাখতে আমরা অ্যাকশন নিচ্ছি। সংসদ সদস্যদের (এমপি) প্রচারণায় যেতে বারণ করেছি। তিনজন এমপিকে শোকজও করেছি। সবাইকে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। আশা করছি, আইন মোতাবেক সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করবো।
বিএনপির ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে সিইসি বলেন, আইনে সব সময় পুনরায় বিবেচনার সুযোগ থাকে। কাজেই কারো মনোনয়নপত্র বাতিল হয়ে থাকলে তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন। তারা কোর্টেও যেতে পারেন।
বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন