আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণ ও নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের এ দিনে জন্মগ্রহণ করেন। আবার ১৯৩২ সালের একই দিনে তিনি পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নেন। তাই প্রতিবছর এই দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার জম্মস্থানেও নানা কর্মসূচি রয়েছে।
তবে দিবসের প্রধান আয়োজন হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। সেখানে নারী শিক্ষার বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দুই মহীয়সী নারীকে রোকেয়া পদক দেওয়া হবে। এ বছর বেগম রোকেয়া পদক-২০১৫ এর জন্য মনোনীত হয়েছেন মরহুম ড. তাইবুন নাহার রশীদ ও বিবি রাসেল।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব