ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে মঙ্গলবার দিবাগত ৩টার পর ফেরি পারাপার বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টায় কুয়াশা হালকা হতে থাকলে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার(বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৯টি ফেরি পদ্মার কাওড়াকান্দির হাজরা পয়েন্টে নোঙরে রাখা হয়।
ফেরিগুলোর মধ্যে শাহ্ পরান, বীরশ্রেষ্ট্র রুহুল আমিন, জাহাঙ্গীর, আমানশাহসহ কয়েকটি ফ্লাট পেরি ছিল।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ২ শতাধিক পন্যবাহী ট্রাক, দুরপাল্লার বাসসহ ছোট-বড় যানবাহন আটকে পড়ে। এসময় কনকনে শীত আর ঘন কুয়াশায় ফেরিতে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। পরে সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হলে যানবাহন পারাপার স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব