দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দুদক সরকারি কোনো চাপের মধ্যে নেই। তারা স্বাধীন ও নিরপেক্ষভাবে দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ে 'আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস' উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুদক এখানো স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তারা অবৈধভাবে সম্পদ অর্জন দুর্নীতি প্রতিরোধে বিশেষ নজর রাখছে। রাজনৈতিক বিবেচনায় দুদক কাউকে হয়রানি করে না বলেও তিনি জানান।
সেমিনারে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুম্পু ও কমিশনার (অনুসন্ধান) মো. নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব