সমাজ থেকে দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস, হানাহানি থেকে পরিত্রাণ পেতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিাবর সন্ধ্যায় সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বিজয়া পুনর্মিলনীর আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, প্রত্যেক ধর্মে কিছু খারাপ লোক রয়েছে। তারা সংখ্যায় নগণ্য। সময়ে সময়ে তারা মানুষের এতো অকল্যাণ করে যা অকল্পনীয়। আগে তারা পণ্ডিত ব্যক্তিদের হত্যা করতেন। এখনও তারা ভালো লোকদের খুন করছেন।
তিনি আরও বলেন, তারা সমাজে প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারেন। কারণ তারা পরোক্ষভাবে প্রশ্রয় পান। আমরা প্রত্যেকে সজাগ হই। তাহলে সমাজ থেকে দুর্নীতি, ঘুষ, সন্ত্রাস, হানাহানি থেকে পরিত্রাণ পেতে পারি।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব