আসন্ন পৌরসভা নির্বাচন ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো হলে গণতন্ত্রের জানাজা পড়া ছাড়া আর কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আজ শুক্রবার সকালে নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, 'সরকারের সঙ্গে আতাত করে নির্বাচন কমিশন যদি ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো পৌর নির্বাচন করার চেষ্টা করে তাহলে শেষ পর্যন্ত মৃতপ্রায় গণতন্ত্রের জানাজা পড়া ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না।'
তিনি আরো বলেন, 'পৌর নির্বাচন যদি ৫ জানুয়ারির মতো হয় তাহলে নির্বাচন কমিশন হবে সব চেয়ে বড় ধান্দাবাজ।'
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি। সেইসঙ্গে ইটিভির সাবেক চেয়ারম্যান সালাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানেরও মুক্তি দাবি করেন রুহুল কবির রিজভী।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ও আসাদুল করিম শাহিন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারবিরোধী হরতাল-অবরোধে নাশকতার মামলায় ৭ ডিসেম্বর জামিনে মুক্তি পান রিজভী।
বিডি-প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৫/শরীফ