প্রধান বিচারপতি এস কে সিনহা আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, সুবিধাবঞ্চিতদের পক্ষে বিনা পয়সায় মাসে অন্তত একটি মামলায় লড়ুন। আপনাদের কাছে আবেদন, আপনারা যারা এই মহান পেশায় আছেন, তারা শুধু ন্যায় বিচারের জন্য ক্লায়েন্টদের পাশে গিয়ে দাঁড়াবেন।
তিনি আজ শুক্রবার সুপ্রিম কোর্ট সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আইন পেশা শুধু টাকা ও মক্কেলদের জন্য নয় মন্তব্য করে তিনি বলেন, যখনই ছুটি আসবে, বিশেষ পরিস্থিতি আসবে, আপনারা যার যার এলাকায় যান, সেখানে অনেক লোক নির্যাতিত হয়। সামনে নির্বাচন, স্থানীয় সরকার। অন্যায় হতে পারে, পুলিশের অত্যাচার হতে পারে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, তাদের মানবাধিকার যদি লঙ্ঘিত হয়, তাদেরকে উপদেশ দেন, সাহায্য করেন।
আইনজীবী মো. রবিউল আলম বুদুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে হাই কোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন