দিনাজপুরের কাহারোল উপজেলার ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষোভ ঝেড়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমিতে আয়োতি এক আলোচনা সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সুরঞ্জিত ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনাজপুরে এত বড় ঘটনার পরও কেন সেখানে শুক্রবার পুলিশ ছিল না। ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলা হয়েছে; দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিল, আপনারা কি ঘোড়ার ঘাস কাটছেন।”
চলতি বছরের ১৯ নভেম্বর দিনাজপুর শহরের মির্জাপুরে চিকিৎসক ইতালিয় ধর্মজাযক পিয়েরো পারলারীকে হত্যা চেষ্ঠার পর ৩০ নভেম্বর চিরিরবন্দরের রানীবন্দর এলাকায় এক ইসকন ভক্ত হোমিও চিকিৎসককে গুলি করে হত্যার চেষ্ঠা করা হয়। এর ৫ দিনের মাথায় গত ৫ ডিসেম্বর কাহারোলের ঐতিহাসিক কান্তজিউ রাশ মেলায় ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় ৬ জন আহত হয়। এসব ঘটনার রেশ কাটতে না কাটতে ফের শুক্রবার রাত ৮টার দিকে কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে কীর্তন ও ধর্মসভা চলার সময় বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে ২ জন গুলিবিদ্ধ হন।
আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত বলেন, “দিন দিন দেশে সংখ্যালঘুর সংখ্যা কমছে। তাদের সরকারের দায়িত্বশীল জায়গায় রাখা হচ্ছে না। সংখ্যালঘুদের গুরুত্বারোপ না করলে দেশ এক সময় আফগানিস্তানে পরিণত হয়ে যাবে।”
গতরাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, “বিএনপির এই কমিটি স্ট্যান্ডও করে না আবার স্লিপও করে না। তিনি (খালেদা জিয়া) এইসব অপদার্থগুলোকে নিয়ে মিটিং করেছেন। আবার নাকি বিভাগীয় তদন্ত কমিটি করবে? নির্বাচনে এরকম কোনো কমিটি করার সাংবিধানিক বিধান নেই।”
ফেইসবুক খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সুরঞ্জিত বলেন, “গণতান্ত্রিক সরকার ডিজিটাল দেশ গড়বেন আর ফেইসবুক বন্ধ রাখবেন, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে তা বন্ধ করে দেবেন- তা হয় না। তাছাড়া ফেইসবুক কর্তৃপক্ষের সাথে সরকারের কী কথা হয়েছে তা জনগণের সামনে তুলে ধরুন, স্পষ্ট করুন।”
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব