নরসিংদী জেলার কানাবাড়ি এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ