১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভোর সাড়ে ৬টার দিকে যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা এ শ্রদ্ধা জানান।
পরে শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্তরের বীর শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ