সুন্দরবনে মাছ আহরণকালে প্রচণ্ড ঠাণ্ডায় আইউব আলী (৫৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে শরণখোলা রেঞ্জের গাববাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাড়িতে দুপুরে সঙ্গী জেলেরা তার মৃতদেহ পৌঁছে দিয়েছেন। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জেলে আইউব আলীর পরিবার জানায়, বৃহস্পতিবার শরণখোলা স্টেশন থেকে মৎস্য আহরণের অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে যান আইউব আলী। শুক্রবার সকালে হঠাৎই শুরু হয় বৃষ্টি। সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে সুন্দরবনের গাববাড়িয়া খালে নেমে মাছ শিকারের সময় তিনি অচেতন হয়ে পড়েন। এসময় সঙ্গী জেলে আবু জাফরসহ কয়েকজন তাকে পানি থেকে তুলে নৌকায় রাখার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে প্রচণ্ড ঠাণ্ডায় তার মৃত্যু হয়েছে বলে সঙ্গীদের ধারণা। জেলে আইউব আলী শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত মকবুল হাওলাদারের ছেলে।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. কামাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ