ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ভোররাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে উভয়পাড়ে আটকা পড়েছে কয়েক শতাধিক যানবাহন। আটকে পড়া ফেরি ও যানবাহনে থাকা যাত্রী সাধারণ প্রচণ্ড শীতে দুর্ভোগের শিকার হয়েছেন।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশায় মার্কিং বয়াবাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ