আসন্ন পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন মিলনায়তনে শনিবার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে, বেলা ১১টার দিকে আসন্ন পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করণীয় ঠিক করতে এই বৈঠক শুরু হয়।
সিইসি বলেন, ‘সেনা মোতায়েনের মতো কোনো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাছাড়া, পরিস্থিতি উদ্বেগজনক নয়। আমরা র্যাব, বিজিবি ও পুলিশের সঙ্গে কথা বলেছি। তাদের পর্যাপ্ত সংখ্যক সদস্য রয়েছেন। নির্বাচনের সময় তারাই দায়িত্ব পালন করবেন।’
বৈঠকে ইসি সচিব, নির্বাচন কমিশনাররা, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি, আনসার ভিডিপি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও রিটার্নিং অফিসাররা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব