মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এমবিবিএস ডিগ্রির পর ইন্টার্নশিপের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার চিন্তা-ভাবনা করছে সরকার।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একথা জানান।
নাসিম বলেন, মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এমবিবিএস ডিগ্রির পর ২ বছর ইন্টার্নশিপ করার কথা ভাবছে সরকার। এর মধ্যে এক বছর নিজের প্রতিষ্ঠানে ও আরেক বছর নিজ গ্রামে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বর্তমানে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের এমবিবিএস ডিগ্রির পর এক বছর নিজ প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে হয়।
বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব