পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ সোমবার বাহরাইন সফরে যাচ্ছেন। বাহরাইন সময় অাজ বিকাল ৪টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দু’দিনের রাষ্ট্রীয় সফরে বাহরাইনে পৌঁছাবেন তিনি। এই প্রথম বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী দেশটি সফর করছেন।
দু’দিনের এ রাষ্ট্রীয় সফরে এ্এইচ মাহমুদ আলী বাহরাইনের কিং (রাজা) হামাদ বিন ঈসা আল আল খলিফা, প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা, ক্রাউন প্রিন্স শেখ সালমান বিন হামাদ আল খলিফা, মিনিস্টার ফর লেবার অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট জামিল বিন মোহাম্মাদ হুমাইদান, পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খলিফা এবং মিনিস্টার অব ইন্টেরিয়র লে. জেনারেল শেখ রশিদ বিন আবদুল্লার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে বাহরাইন ও বাংলাদেশের মধ্যে তিনটি দ্বি-পাক্ষিক চুক্তি হবার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মাসুদুর রহমান, শাহ আসিফ রহমান, জাতীয় রাজস্ব বোর্ড সচিব মর্তুজা শরিফুল ইসলাম। বুধবার রাত ১১টা ১০ মিনিটে পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন ত্যাগ করার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ