জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুই মামলায় হাজিরা দিতে আজ সোমবার আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।
সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার চারজন সাক্ষীকে আসামিপক্ষের জেরা এবং তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। আগামী ১৪ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জেরা ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রেখেছেন আদালত। ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ জজ আদালতে খালেদার বিরুদ্ধে জিয়া চ্যারিট্রেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার চলছে।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা