জঙ্গি 'যোগসাজশের' অভিযোগের প্রেক্ষিতে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের কূটনীতিক ফারিনা আরশাদকে তার দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে। আজ বুধবার বেলা ১টা ৩৫ মিনিটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই কূটনীতিক ঢাকা ছাড়েন বলে হযরত শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
ফারিনা আরশাদ ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) পদে কর্মরত ছিলেন। সন্দেহভাজন কয়েকজন জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ এবং ইদ্রিস শেখ নামে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পাকিস্তানি এক নারী কূটনীতিকের জঙ্গি যোগসাজশের তথ্য পাওয়ার দাবি করে গোয়েন্দা পুলিশ।
তবে এক প্রতিবাদ লিপিতে ওই দাবিকে 'ভিত্তিহীন' বলে দাবি করে পাকিস্তান হাই কমিশন।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৫/শরীফ