টাঙ্গাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ৩ সদস্য নিহত হয়েছে। নিহতরা হলেন, ওমর, কাশেম ও সাদ্দাম। ঘটনাস্থল থেকে ১ টি পিস্তল, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছে র্যাব।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে জেলার চরাঞ্চল ওমরপুর নামক গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব জানায়, বন্দুকযুদ্ধের পর গুরুতর আহত অবস্থায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ৩ সদস্যকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে র্যাব।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন