৫ জানুয়ারি 'গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের ডাকা রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমন্ডির রাসেল স্কয়ারে সমাবেশ শুরু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে যোগ দিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তার সভাপতিত্বে সমাবেশে এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য রাখছিলেন।
অন্যদিকে, রাসেল স্কয়ারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত হয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
সমাবেশস্থল দুটি ক্রমেই জনারণ্য হয়ে উঠেছে। ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।
দুটি সমাবেশের আশপাশের এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ ও র্যা সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সমাবেশের সন্নিকটে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও রায়টকার। এ ছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব