মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানির জন্য আজ দিন নির্ধারণ করবেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করবেন।
এর আগে, মঙ্গলবার মীর কাসেম আলীর কোন আইনজীবী শুনানি করবেন এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায়, সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন আদালত।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির সাংবাদিকদের জানান, মীর কাসেম আলীর আপিলের শুনানির জন্য প্রস্তুত তারা।
মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের দোসরা নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব