নাশকতার দুই মামলায় আত্মসমপর্ণের পর জামিন নামঞ্জুর করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বেলা সোয়া ১১টায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদলাতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এরপর শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, রাজধানীর পল্টন, মতিঝিল ও মিরপুর থানায় দায়ের করা নাশকতার চার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মির্জা আব্বাস। পরে শুনানি শেষে মিরপুরের দুই মামলায় আব্বাসকে জামিন দেন আদালতে। তবে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব