বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশে এমন কোনো সংকট নেই যে, তা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, দেশ প্রত্যাশিতভাবে এগিয়ে যাচ্ছে, এখানে কোনো সংকট নেই। সংকট আছে পাকিস্তানের খালেদা জিয়ার মধ্যে। ব্যক্তির সংকট নিয়ে আলোচনা হয় না। যারা মানুষ পুড়িয়ে মারে, সন্ত্রাস করে, যুদ্ধাপরাধীদের সঙ্গ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করে তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।
বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, তাদের (বিএনপি) সন্ত্রাস ছাড়তে হবে, যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে হবে, সব অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে, দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করতে হবে। তারপর অন্যকিছু চিন্তা করা যেতে পারে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথসভায় দলের কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা, দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন