সম্প্রতি ঘন কুয়াশায় বেশ কয়েকটি দুর্ঘটনার পর মহাসড়কে গাড়ির গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে মধ্যে রাখার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মন্ত্রী বলেন, ঘন কুয়াশার কারণে মহাসড়কে ঘণ্টায় গাড়ির গতি ৪০ থেকে ৫০ কিলোমিটারে মধ্যে রাখার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এর বাইরে খুব বেশি কুয়াশা হলে প্রয়োজনে গাড়ি চালানো বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে গাড়িতে ‘ফগ লাইট’ জ্বালানো বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের জানান, গত চার বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা কমেছে। আরও কীভাবে কমানো যায় সে চেষ্টা করা হচ্ছে। সড়কে দুর্ঘটনা কমানোর জন্য ট্রাক ও লরি ড্রাইভারদের জন্য মহাসড়কের পাশে বিশ্রামাগার তৈরি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, 'মহাসড়কগুলোর মধ্যে চিহ্নিত ১৪৪টি দুর্ঘটনাপ্রবণ এলাকার মধ্যে ৬৮টির কাজ শেষ হয়েছে। বাকিগুলোর কাজও প্রায় শেষ হওয়ার পথে। এ কাজে ব্যয় হচ্ছে ১৬৫ কোটি টাকা’।
প্রতিজেলায় থাকা সড়ক নিরাপত্তা কাউন্সিলের কমিটিকে সক্রিয় করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অনেক কথা হয় কিন্তু কাজ কম হয়। এবার ওই কমিটিগুলোকে সক্রিয়ভাবে কাজে নামার উদ্যোগ নেবে মন্ত্রিপরিষদ বিভাগ।’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ সৈয়দ আবুল মাকসুদ, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিআরটিএ ও বাস মালিক সমিতির কেন্দ্রীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব