রাজধানীর হাজারীবাগে শিকদার হাসপাতালের পেছনে বেড়িবাঁধ এলাকায় জঙ্গিদের সঙ্গে গোয়েন্দা (ডিবি) পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে জেএমবির দুই কমান্ডার নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টায় ডিবির অভিযানকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
রাত পৌনে ১টায় ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক চিকিৎসকের বরাত দিয়ে জেএমবি নেতাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
নিহত জেএমবির নেতারা হলেন, জেএমবির অপারেশন কমান্ডার (ন্যাশনাল) আবদুল্লাহ ওরফে নোমান (৩৬) ও ঢাকা বিভাগীয় কমান্ডার কামাল ওরফে হিরণ (৩০)।
তারা দুই জনই পুলিশের এএসআই ইব্রাহিম ও আশুলিয়ার বড়াইপাড়ায় পুলিশ হত্যার ঘটনায় সরাসরি জড়িত বলে জানিয়েছেন ডিবি পুলিশের (দক্ষিণ) এডিসি সানোয়ার হোসেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন