সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে। বৈদেশিক অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে যথাসময়ে এ সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রবিবার দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে মো. রেজাউল হক চৌধুরী (কুষ্টিয়া-১) এর লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান ওবায়দুল কাদের।
এদিকে, সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের লিখিতি প্রশ্নের জবাবে পদ্মা সেতু প্রকল্পের ব্যয়ের হিসাব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি জানান, মূল সেতু নির্মাণে ৩১ শতাংশ অগ্রগতি হয়েছে। এছাড়া নদীশাসন কাজে ২৬ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক নির্মাণ ৮২ শতাংশ, মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ১০০ শতাংশ, সার্ভিস এরিয়া-২ নির্মাণ ১০০ শতাংশ মিলিয়ে সার্বিক ভৌত উন্নয়ন কাজের অগ্রগতি হয়েছে ৩৭ শতাংশ।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব