চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্নেল হাটের মুকিম তালুকদার পাড়ার একটি 'জঙ্গি আস্তানা' থেকে ৩ জনকে আটক করেছে র্যাব। এ সময় ওই বাড়ি থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে নগরীর এ কে খান মোড় থেকে অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সকালে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব।
আটক ৫ জঙ্গি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) এর সদস্য বলে জানিয়েছেন র্যাব-৭-এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ। তিনি বলেন, অভিযান শেষ হয়েছে। এখন পুরো আস্তানা তল্লাশি চালিয়ে দেখা হবে।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব