একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তে আইন তৈরির খসড়ার কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার বাংলা একাডেমীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ জন মানবাধিকার কর্মীকে মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবাধিকার পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘নাসিরনগরের-গোবিন্দগঞ্জের অপরাধী ও এ রকম ঘটনায় যারা লিপ্ত ছিলেন, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা হবে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে চেষ্টা করা হবে যাতে এ রকম ঘটনা আর বর্তমান ও ভবিষ্যতে যেন না ঘটে।’
মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, সুলতানা কামাল ও সংগঠনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব