প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে জঙ্গিবিরোধী সচেতনতা তৈরি করতে পেরেছি। এছাড়া জঙ্গিবাদ প্রতিরোধে প্রশিক্ষিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের শেখ হাসিনা অডিটরিয়ামে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৬’র সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে বিশ্বব্যাপী উদ্বেগজনক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি সভ্যতাবিনাশী প্রবণতা। যা নির্মূলে আগে এর কারণ ও উৎস খুঁজে বের করতে হবে। প্রতিকারের উপায় নিরূপন করতে হবে।
বিডি প্রতিদিন/ ১৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম