ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না।
আজ মঙ্গলবার নিজ ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
তারানা হালিম বলেন, 'পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনোই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর। কিন্তু দুঃখ এটিই যে, এমন তালিকা করা হবে, এ ধরনের ভিত্তিহীন রটনা পড়ে সত্যাসত্য যাচাই না করেই নিজ নিজ ফেসবুক আইডিতে কিছু কিছু ব্যক্তি নেতিবাচক পোস্ট দিতে শুরু করলেন- ট্রল করা শুরু করলেন। সভ্যতা, ভদ্রতার মাত্রাও অতিক্রম করলেন অনেকেই। আমরা হয়ত কোনো পদে আছি, কিন্তু তারও আগে আমরা মানুষ। আপনাদের সকলের মতো কষ্ট-দুঃখ, মান-অপমান বোধ আমাদেরও আছে। আমরা ভিনগ্রহের বাসিন্দা নই। রক্ত-মাংসের মানবিক বোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও।'
তিনি আরও বলেন, 'আমরা দেশের ভেতরের পর্ন সাইট বন্ধের উদ্দেশ্যে কমিটি করেছি। তারা দেশের ভেতরের পর্ন সাইটগুলোর তালিকা দেবে (কোনো ব্যক্তির নয়)। দেশের ভেতরের পর্ন সাইটগুলো বন্ধ করতে আইএসপি ও আইইজিরা পদক্ষেপ নেবে। যদিও রিপোর্টটি এখনও হাতে পাইনি।
প্রতিমন্ত্রী বলেন, বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কন্টেন্ট পুরোপুরি ব্লক করা যায় না- যদি ৭০ ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে।
বিডি প্রতিদিন/ ১৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম