ঘন কুয়াশায় কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দৌলতদিয়া ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়েছে।
বুধবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন উভয় ঘাট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার আবু আবদুল্লাহ বলেন, দুর্ঘটনা এড়াতে সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে করে ঘাট পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়েছে। এছাড়া যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাওয়ার অপেক্ষায় রয়েছে ছোট বড় মিলে ৪টি ফেরি।
একই কথা জানান পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম। তিনি বলেন, সকাল ৭টা থেকে ঘন কুয়াশার কারণে নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে সাতটি ও পাটুরিয়া ঘাট পন্টুনে চারটি ফেরি আটকা পড়ে।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব