শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশমাতৃকার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে ত্যাগ স্বীকার করে গেছেন, তা থেকে আমাদের শিক্ষাগ্রহণ করতে হবে।
আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মদানের কথা আমরা ভুলতে পারি না। হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করেই বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তার দু’দিন পরেই হানাদারদের চূড়ান্ত পতন ঘটে। দেশে শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হলেই তাদের স্বপ্ন পূরণ হবে।
তিনি বলেন, বিজয়ের প্রাক্কালে আমরা যাদের হারিয়েছি সেই অভাব কোনোদিন পূরণ হবে না। তাদের আত্মদানের শিক্ষা থেকেই আমাদের সবাইকে দেশ গড়ার অঙ্গীকার নিতে হবে।
এ সময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ১৪ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম