আপত্তিকর ওয়েবসাইটগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পর্নোসাইটে প্রবেশকারীদের নামের তালিকা করা হবে না। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ''কিছু অনলাইন ও জাতীয় দৈনিক পত্রিকায় পর্নোসাইটে প্রবেশকারীদের নামের তালিকা তৈরির বিষয়ে ‘একটি বিভ্রান্তিকর খবর’ প্রকাশিত হওয়ায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দৃঢ়ভাবে জানাতে চায়, পর্নোসাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা হয়নি।''
এ ধরনের তালিকা করার ‘প্রশ্নই ওঠে না’ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রযুক্তিগতভাবেও এটা করা সম্ভব নয়। এ ধরনের গুঞ্জন আমাদের বিস্মিত করেছে, কারণ ব্যক্তিগত তথ্য সুরক্ষা আমাদের আইনগত দায়িত্ব। এ দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর।”
গত ২৮ নভেম্বর অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ বিষয়ে এক সভায় বাংলাদেশে ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে একটি কমিটি গঠন করে টেলিযোগাযোগ বিভাগ। পর্নোগ্রাফির কারণে নানা অপরাধ বেড়ে গেছে এমন ধারণার ওপর ভিত্তি করে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
ওই কমিটি ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কনটেন্টের পূর্ণাঙ্গ ওয়েব তালিকা প্রস্তুত করে সেগুলো বন্ধে তিন স্তরের কারিগরি প্রস্তাব তৈরি করবে বলে জানানো হয়। তালিকা ও কারিগরি প্রস্তাব পাওয়ার পর ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে এ নিয়ে মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, পর্নসাইটে প্রবেশকারীদের তালিকা করার কোনো কথা তিনি বলেননি, যদিও সংবাদমাধ্যমে তাকে উদ্ধৃত করেই ওই বক্তব্য এসেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ