ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামা শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারকরা। সোমবার রাত সাড়ে ৯টায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের বাসভবনে এ বৈঠক শুরু হওয়ার কথা। তৈরি পোশাক খাতের রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলামসহ শ্রমিক নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি বাড়ানোর পাশাপাশি নানা অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ, বিনা কারণে ছাঁটাই হলে নিয়ম অনুযায়ী প্রাপ্য পরিশোধ এবং ছুটিকালীন বেতন বহাল রাখার দাবিতে গত সোমবার থেকে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা। শুরুতে আশুলিয়ার জামগড়া এলাকার উইন্ডি গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে ওই এলাকার আরো কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা একই দাবিতে আন্দোলনে যোগ দেন। সবশেষ আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে রবিবার ১২টি কারখানার পোশাক শ্রমিকরা কাজ বন্ধ করে দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ